সাকিবের অভিনীত ‘গোপন সিনেমা’র তথ্য প্রকাশ করলেন নির্মাতা রাজিবুল

- আপডেট সময় : ০৭:৪৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
ঢাকা, ২৮ জুন ২০২৫ — মাঠের অলরাউন্ডার সাকিব আল হাসান যে পর্দার দুনিয়াতেও পা রেখেছিলেন, তা অনেকেরই অজানা। এবার সেই গোপন তথ্য সামনে আনলেন নির্মাতা রাজিবুল হোসেন। তিনি জানান, বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব একবার অভিনয় করেছিলেন একটি সিনেমায়, যার নাম ‘সবকিছু পেছনে ফেলে’।
সিনেমাটির পরিচালক ও প্রযোজক রাজিবুল হোসেন নিজেই। তার ভাষ্যে, “সিনেমাটির কাহিনি ঘুরে দাঁড়ানো পাঁচ তরুণ-তরুণীকে ঘিরে। এখানে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন সাকিব আল হাসান।”
তিনি আরও জানান, ফুজিফিল্ম বাংলাদেশ সিনেমাটির পৃষ্ঠপোষক ছিল। সাকিব তখন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায়, তাদের অনুরোধেই তিনি সিনেমায় যুক্ত হন। সাকিব সিনেমাটির জন্য বছরে ৮ দিন সময় দেন এবং কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিংও করেন।
তবে অজানা কারণে শুটিং শেষে সাকিব সিনেমাটিতে কাজ করার বিষয়টি অস্বীকার করেন। এ পরিস্থিতিতে ফুজিফিল্ম কর্তৃপক্ষ নির্মাতাকে অনুরোধ করে সাকিবকে বাদ দিয়ে সিনেমাটি সম্পন্ন করতে।
নির্মাতা জানান, সিনেমাটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তবে সাকিবের অভিনয়ের অভিজ্ঞতা আর সেই সময়কার স্মৃতি আজও তার মনে গাঁথা।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই জানতেন না যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল তারকা একসময় রূপালি পর্দাতেও পা রেখেছিলেন—যদিও সেটি দর্শকের চোখের আড়ালেই থেকে গেছে।
সংক্ষেপে মূল তথ্য:
🎬 সিনেমার নাম: সবকিছু পেছনে ফেলে
🎥 নির্মাতা ও প্রযোজক: রাজিবুল হোসেন
🤝 স্পন্সর: ফুজিফিল্ম বাংলাদেশ
🏏 অতিথি চরিত্রে অভিনয়: সাকিব আল হাসান
📍 শুটিং লোকেশন: কক্সবাজার
❌ সাকিব পরবর্তীতে সিনেমায় কাজের বিষয়টি অস্বীকার করেন