সর্বশেষ
কাজিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “সবুজ বাংলা” প্রজেক্টের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রতিবাদী কণ্ঠ
- আপডেট সময় : ০৫:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন (CBF) এর পরিবেশবান্ধব উদ্যোগ “সবুজ বাংলা” প্রজেক্টের অংশ হিসেবে আজ কাজিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ রোপণ করা হয়। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ, অভিভাবক, এবং চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকেরা জানান, “সবুজ বাংলা” প্রজেক্টের লক্ষ্য হলো দেশব্যাপী পরিবেশ রক্ষায় অবদান রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখানো।
কর্মসূচি সফল করতে যাঁরা উপস্থিত ছিলেন এবং সহযোগিতা করেছেন, আয়োজক কমিটির পক্ষ থেকে তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।