খাগড়াছড়িতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘জব্বারের বলি খেলা’– হাজার বছরের ঐতিহ্যে আবারও প্রাণ ফিরছে পাহাড়ি জনপদে

- আপডেট সময় : ০৭:৫৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম গৌরবময় অধ্যায় ‘জব্বারের বলি খেলা’ এবার ইতিহাস গড়তে চলেছে খাগড়াছড়িতে। আগামী ৩০ মে ২০২৫, বৃহস্পতিবার, খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঐতিহাসিক বলী প্রতিযোগিতা, যা দেখতে জেলাব্যাপী সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
ঐতিহ্যবাহী এই বলি খেলা ১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার জব্বার সওদাগরের উদ্যোগে শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় শত বছরের বেশি সময় ধরে খেলাটি হয়ে উঠেছে বাঙালির ক্রীড়া-ঐতিহ্যের অন্যতম প্রতীক। এবার সেই গৌরবময় আয়োজনে যুক্ত হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়ি — যা এই অঞ্চলের ক্রীড়াঙ্গনের জন্য এক ঐতিহাসিক মাইলফলক।
আয়োজক সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে স্বনামধন্য বলী ও উদীয়মান কুস্তিগীররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। শুধু খেলা নয়, দিনব্যাপী এই আয়োজনে থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ সাংস্কৃতিক পরিবেশনা, গ্রামীণ মেলার আয়োজন, স্থানীয় পণ্যের স্টল, এবং শিশু-কিশোরদের জন্য নানা ধরণের বিনোদনমূলক কার্যক্রম।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম বলেন, “আমরা চাই খাগড়াছড়ির মানুষ নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও ঘনিষ্ঠভাবে অনুভব করুক। জব্বারের বলি খেলা আয়োজনের মাধ্যমে আমরা সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।”
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকও জানান, এই খেলাকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে যেমন নতুন উদ্দীপনার সৃষ্টি হবে, তেমনি উৎসবমুখর পরিবেশে স্থানীয় ব্যবসা ও পর্যটনও কিছুটা চাঙা হবে বলে আশা করা হচ্ছে।
৩০ মে সকাল ১০টা থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনে উপস্থিত থাকার জন্য সব স্তরের জনগণকে আমন্ত্রণ জানিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।