সর্বশেষ
বিশ্ব মঞ্চে ব্রাহ্মণবাড়িয়ার ‘মানবপুতুল’ নৃত্য: ওসাকা এক্সপোতে যাচ্ছে ক্ষুদে শিল্পীরা পদ্মার ইলিশ কোথায় হারাল? স্বাদের রাজা এখন নাগালের বাইরে জোঁকের তেল: গোপন শক্তি না গোপন বিপদ? কী বলছে চিকিৎসা বিজ্ঞান? “বিয়ের জন্য আপনি প্রস্তুত তো? জেনে নিন চূড়ান্ত আত্মবিশ্লেষণের ৬টি দিক” আজ মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিএমপির ডাইভারশন নির্দেশনা—এড়িয়ে চলুন এই সড়কগুলো যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক ভিসায় নতুন শর্ত: আবেদনেই জমা দিতে হতে পারে ১৮ লাখ টাকার বন্ড টাঙ্গাইলে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক কাউন্সিলর ফজলে এলাহী গ্রেফতার বিয়ে ছিল ফাঁদ! ৮ স্বামীকে ফাঁসিয়ে কোটি টাকা হাতানো সামিরা নবম বিয়ের আগেই গ্রেপ্তার প্রেমের ফাঁদে চা, তারপর অজ্ঞান! পাত্রী গ্রেপ্তার, জব্দ হওয়া মোবাইল গেল বাংলাদেশে

কলকাতায় ল কলেজের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ ছাত্র

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

কলকাতার কসবার ‘সাউথ ক্যালকাটা ল কলেজ’-এ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ঘটনার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে একজন সাবেক শিক্ষার্থী এবং দুজন কলেজটির বর্তমান শিক্ষার্থী।

নির্যাতিতার বয়স ২৪ বছর। তিনি জানান, কলেজে ভর্তি সংক্রান্ত ফর্ম জমা দিতে গিয়ে বুধবার (২৫ জুন) দুপুরে ক্যাম্পাসে গেলে তাকে ছলচাতুরি করে ইউনিয়ন রুমে বসতে বলা হয়। পরে সন্ধ্যার দিকে প্রধান ফটক বন্ধ করার নির্দেশ দেন মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। একপর্যায়ে কলেজের নিরাপত্তাকর্মীদের রুমে নিয়ে গিয়ে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

পরে কসবা থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ তদন্তে নামে। বৃহস্পতিবার সন্ধ্যায় তালবাগান ক্রসিং এলাকা থেকে মনোজিৎ মিশ্র (৩১) ও সহযোগী জাহিব আহমেদ (১৯)-কে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই হাওড়ার বাসা থেকে তৃতীয় অভিযুক্ত প্রতিম মুখার্জি (২০)-কে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জানা গেছে, মনোজিৎ মিশ্র পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

নির্যাতিতা তরুণী অভিযোগ করেন, মনোজিৎ তাকে বিয়ের প্রস্তাব দেন, যা প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়। ধর্ষণের আগে ও পরে তাকে খুনের হুমকি এবং তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখানো হয়। তার দাবি, ঘটনার সময় প্রধান অভিযুক্তকে সক্রিয়ভাবে সহায়তা করেছে কলেজের বর্তমান শিক্ষার্থী জাহিদ ও প্রতিম।

বৃহস্পতিবার (২৬ জুন) তিন অভিযুক্তকেই কলকাতার আলিপুর আদালতে তোলা হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের আগামী মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কলকাতায় ল কলেজের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ ছাত্র

আপডেট সময় : ০১:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

কলকাতার কসবার ‘সাউথ ক্যালকাটা ল কলেজ’-এ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ঘটনার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে একজন সাবেক শিক্ষার্থী এবং দুজন কলেজটির বর্তমান শিক্ষার্থী।

নির্যাতিতার বয়স ২৪ বছর। তিনি জানান, কলেজে ভর্তি সংক্রান্ত ফর্ম জমা দিতে গিয়ে বুধবার (২৫ জুন) দুপুরে ক্যাম্পাসে গেলে তাকে ছলচাতুরি করে ইউনিয়ন রুমে বসতে বলা হয়। পরে সন্ধ্যার দিকে প্রধান ফটক বন্ধ করার নির্দেশ দেন মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। একপর্যায়ে কলেজের নিরাপত্তাকর্মীদের রুমে নিয়ে গিয়ে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

পরে কসবা থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ তদন্তে নামে। বৃহস্পতিবার সন্ধ্যায় তালবাগান ক্রসিং এলাকা থেকে মনোজিৎ মিশ্র (৩১) ও সহযোগী জাহিব আহমেদ (১৯)-কে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই হাওড়ার বাসা থেকে তৃতীয় অভিযুক্ত প্রতিম মুখার্জি (২০)-কে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জানা গেছে, মনোজিৎ মিশ্র পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

নির্যাতিতা তরুণী অভিযোগ করেন, মনোজিৎ তাকে বিয়ের প্রস্তাব দেন, যা প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়। ধর্ষণের আগে ও পরে তাকে খুনের হুমকি এবং তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখানো হয়। তার দাবি, ঘটনার সময় প্রধান অভিযুক্তকে সক্রিয়ভাবে সহায়তা করেছে কলেজের বর্তমান শিক্ষার্থী জাহিদ ও প্রতিম।

বৃহস্পতিবার (২৬ জুন) তিন অভিযুক্তকেই কলকাতার আলিপুর আদালতে তোলা হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের আগামী মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।