চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ড, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

- আপডেট সময় : ০৩:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বুধবার (৪ জুন) বিকেল ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রংপুর থেকে গরু নিয়ে ঢাকায় গিয়েছিল একটি মিনি ট্রাক। ঢাকায় গরু নামিয়ে দিয়ে ট্রাকটি কয়েকজন যাত্রী নিয়ে পুনরায় রংপুরের উদ্দেশ্যে রওনা হয়। ফেরার পথে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় যানজটে আটকে পড়ে যানটি।
এ সময় হঠাৎ ট্রাকের নিচে থাকা ভূগর্ভস্থ গ্যাসের লাইনের লিকেজ থেকে গ্যাস বের হয়ে ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পান।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর পুরো সময়জুড়ে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার রায়হান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি যানজটে যে স্থানে থেমে ছিল, তার নিচে ভূগর্ভস্থ গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।”