গাজায় নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: সাবেক মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার

- আপডেট সময় : ০৩:৪৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ২২ বার পড়া হয়েছে
গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার। সম্প্রতি স্কাই নিউজকে দেওয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন, “এতে কোনো সন্দেহ নেই যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।”
স্থানীয় সময় সোমবার (২ জুন) প্রচারিত সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের শেষ দুই বছর স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের দায়িত্ব পালনকারী মিলার আরও বলেন, “আমি মনে করি না এটি গণহত্যা, তবে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে—এ বিষয়ে আমি একেবারেই নিশ্চিত।”
তিনি ব্যাখ্যা করে বলেন, যুদ্ধাপরাধের বিষয়টি দুইভাবে বিশ্লেষণ করা যায়। প্রথমত, কোনো রাষ্ট্র যদি সরাসরি যুদ্ধাপরাধকে নীতি হিসেবে গ্রহণ করে, অথবা এমন বেপরোয়া আচরণ করে যা যুদ্ধাপরাধে সহায়তা করে, তখন রাষ্ট্রকেই দায়ী করা হয়। তবে গাজার ক্ষেত্রে এটি এখনো একটি উন্মুক্ত প্রশ্ন।
তবে মিলার স্পষ্ট করে বলেন, “এটা প্রায় নিশ্চিত যে কিছু নির্দিষ্ট ঘটনা ঘটেছে যেগুলো যুদ্ধাপরাধের আওতায় পড়ে। এসব ঘটনার পেছনে ইসরায়েলি সেনা সদস্যরাই জড়িত।”
মিলারের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন আন্তর্জাতিক মহলে গাজায় ইসরায়েলি অভিযান নিয়ে উদ্বেগ ও সমালোচনা ক্রমেই তীব্রতর হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোও দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের হামলাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়ে আসছে।