সর্বশেষ
শিবচর বাজারে গ্যাসের কৃত্রিম সংকট রোধে প্রশাসনের অভিযান। ৩৫ জেলায় নিপাহের মহাবিপদ: ইতিহাসে প্রথম অ-মৌসুমি সংক্রমণ, মৃত্যুহার ১০০%! জেএফ-১৭ থান্ডার ক্রয়ে বাংলাদেশ–পাকিস্তান আলোচনায় গতি, মিলছে প্রশিক্ষণ–সহায়তার আশ্বাস যুবলীগ নেতা বাপ্পির নির্দেশেই হাদি হত্যাকাণ্ড, অভিযোগপত্রে ডিবির চাঞ্চল্যকর তথ্য শেরপুরে বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মী ফ্লাশ করলেই মিলবে কিডনি রোগের সংকেত: টয়লেট ট্যাবলেটে যুগান্তকারী উদ্ভাবন কারসাজিতে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এনইআইআর ইস্যুতে রাজপথে উত্তাল মোবাইল ব্যবসায়ীরাপুলিশের সঙ্গে সংঘর্ষের পর বৈঠকে যে কড়া বার্তা দিলেন আন্দোলনকারীরা সেন্টমার্টিন উপকূলে কোস্টগার্ডের অভিযানে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট ও ডিজেলসহ ১৮ জন আটক কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি

অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উপস্থাপন আজ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৯:১৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

আজ উপস্থাপিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় বাজেট। বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট তুলে ধরবেন। এটি হবে দেশের ৫৪তম বাজেট। এবারের বাজেট উপস্থাপন করা হবে পূর্ব-রেকর্ডকৃত ভাষণের মাধ্যমে।

জানা গেছে, নতুন বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। এটি চলতি অর্থবছরের প্রাক্কলিত বাজেটের তুলনায় প্রায় ৭ হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের চেয়ে ৪৬ হাজার কোটি টাকা বেশি।

উন্নয়ন খাত বা এডিপির আওতায় ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় কিছুটা কম। এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ডকে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে। এর বাইরে কর-বহির্ভূত খাত থেকে আরও ৪৬ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের পরিকল্পনা রয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এ ঘাটতি পূরণে সরকার ব্যাংক খাতের পাশাপাশি দেশি-বিদেশি ঋণনির্ভরতা বাড়াবে।

কর ব্যবস্থায় আনা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা কিছুটা বাড়ানোর প্রস্তাব রয়েছে। বিশেষ সুবিধা পাবেন নিবন্ধিত মুক্তিযোদ্ধারা। বাজেটে কিছু পণ্যের দাম বাড়ার এবং কিছু পণ্যের দাম কমার ইঙ্গিত মিলেছে। দাম বাড়তে পারে ইলেকট্রনিক পণ্য, মোবাইল ফোন সেট, সাবান, শ্যাম্পু, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের। অন্যদিকে অপরিশোধিত তেল, চিনি, টায়ার, টিউব, ব্রেক সু, বাস ও মাইক্রোবাসের দাম কমতে পারে।

পরিচালন ও নন-এডিপি খাতে প্রস্তাবিত বরাদ্দ রাখা হয়েছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।

জাতীয় সংসদ না থাকায় এবারের বাজেট সংসদে উপস্থাপন বা আলোচনার সুযোগ থাকছে না। তবে বাজেট ঘোষণার পর অর্থ মন্ত্রণালয় নাগরিকদের কাছ থেকে মতামত আহ্বান করবে। এসব মতামতের ভিত্তিতেই বাজেট চূড়ান্ত করা হবে।

আগামী ২৩ জুনের পর কোনো একদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে তা কার্যকর হবে ১ জুলাই থেকে।

বাজেট উপস্থাপনার সময় পরিবর্তন করে বিকেল ৪টার পরিবর্তে বিকেল ৩টায় সম্প্রচারের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার ছাড়াও সকল বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড নিয়ে একযোগে বাজেট ভাষণ সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উপস্থাপন আজ

আপডেট সময় : ০৯:১৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

আজ উপস্থাপিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় বাজেট। বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট তুলে ধরবেন। এটি হবে দেশের ৫৪তম বাজেট। এবারের বাজেট উপস্থাপন করা হবে পূর্ব-রেকর্ডকৃত ভাষণের মাধ্যমে।

জানা গেছে, নতুন বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। এটি চলতি অর্থবছরের প্রাক্কলিত বাজেটের তুলনায় প্রায় ৭ হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের চেয়ে ৪৬ হাজার কোটি টাকা বেশি।

উন্নয়ন খাত বা এডিপির আওতায় ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় কিছুটা কম। এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ডকে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে। এর বাইরে কর-বহির্ভূত খাত থেকে আরও ৪৬ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের পরিকল্পনা রয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এ ঘাটতি পূরণে সরকার ব্যাংক খাতের পাশাপাশি দেশি-বিদেশি ঋণনির্ভরতা বাড়াবে।

কর ব্যবস্থায় আনা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা কিছুটা বাড়ানোর প্রস্তাব রয়েছে। বিশেষ সুবিধা পাবেন নিবন্ধিত মুক্তিযোদ্ধারা। বাজেটে কিছু পণ্যের দাম বাড়ার এবং কিছু পণ্যের দাম কমার ইঙ্গিত মিলেছে। দাম বাড়তে পারে ইলেকট্রনিক পণ্য, মোবাইল ফোন সেট, সাবান, শ্যাম্পু, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের। অন্যদিকে অপরিশোধিত তেল, চিনি, টায়ার, টিউব, ব্রেক সু, বাস ও মাইক্রোবাসের দাম কমতে পারে।

পরিচালন ও নন-এডিপি খাতে প্রস্তাবিত বরাদ্দ রাখা হয়েছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।

জাতীয় সংসদ না থাকায় এবারের বাজেট সংসদে উপস্থাপন বা আলোচনার সুযোগ থাকছে না। তবে বাজেট ঘোষণার পর অর্থ মন্ত্রণালয় নাগরিকদের কাছ থেকে মতামত আহ্বান করবে। এসব মতামতের ভিত্তিতেই বাজেট চূড়ান্ত করা হবে।

আগামী ২৩ জুনের পর কোনো একদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে তা কার্যকর হবে ১ জুলাই থেকে।

বাজেট উপস্থাপনার সময় পরিবর্তন করে বিকেল ৪টার পরিবর্তে বিকেল ৩টায় সম্প্রচারের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার ছাড়াও সকল বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড নিয়ে একযোগে বাজেট ভাষণ সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।