আলুটিলায় পৌর ময়লা ফেলে দূষিত হচ্ছে বাঙ্গালকাঠি ছড়া: আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

- আপডেট সময় : ০২:৩৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি সদর উপজেলার আলুটিলা এলাকায় পৌরসভার ফেলে দেওয়া ময়লার কারণে চরম পরিবেশ দূষণের শিকার হচ্ছে বাঙ্গালকাঠি ছড়া ও এর আশপাশের জনপদ। পৌর এলাকার বাইরে ফেলে দেওয়া এই ময়লা ধীরে ধীরে বৃষ্টির পানিতে গড়িয়ে গিয়ে ছড়ার পানিতে মিশে যাচ্ছে, যার ফলে দূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

বাঙ্গালকাঠি ও গোলাবাড়ি সীমান্তবর্তী এলাকাটির অন্যতম পানির উৎস হচ্ছে এই ছড়াটি। স্থানীয় বাসিন্দারা জানান, ছড়ার পানি আগে চাষাবাদ, গৃহস্থালি ও দৈনন্দিন ব্যবহারে ব্যবহৃত হতো। এখন সেই পানি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা শুধু পানি নয়, বরং এলাকার জমি, জুম চাষ ও পরিবেশকেই বিপন্ন করে তুলেছে। ছড়ার আশপাশে ধানক্ষেত ও ফলমূলের বাগানেও এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।
একজন স্থানীয় কৃষক বলেন, “আমরা জুম চাষ করি এই পানি দিয়ে। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, মাটি নষ্ট হয়ে যাচ্ছে, গাছপালা মারা যাচ্ছে। এইভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে এখানে কৃষি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।”
স্থানীয়দের অভিযোগ, পৌরসভা কর্তৃপক্ষ কখনও চিন্তা করেননি তাদের ফেলে দেওয়া ময়লা শেষ পর্যন্ত কোথায় গিয়ে জমছে বা কী প্রভাব ফেলছে। প্রশাসনের পক্ষ থেকেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠেছে।
এলাকাবাসী প্রশাসনের কাছে প্রশ্ন রেখেছেন—
পৌরসভার ময়লা ব্যবস্থাপনায় কোন পরিকল্পনা রয়েছে?
বৃষ্টির পানিতে ময়লা ছড়িয়ে পড়া ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে?
স্থানীয় পরিবেশ, ছড়া, জমি ও চাষাবাদ রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না?

এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজ ও পরিবেশবিদরা। তাদের মতে, এখনই ব্যবস্থা না নিলে এই পরিবেশগত বিপর্যয় শুধু এই এলাকাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং আশপাশের জনপদকেও আক্রান্ত করবে।