১ জুন বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট ,ঈদুল আজহাকে ঘিরে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ

- আপডেট সময় : ০১:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী ১ জুন থেকে বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নকশার নোট। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এসব নতুন নোট রাজধানীর মতিঝিলস্থ কেন্দ্রীয় ব্যাংক অফিস থেকে সরবরাহ করা হবে। পরবর্তীতে ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখার মাধ্যমে এই নোটগুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।
নতুন নোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না বলে জানা গেছে। গত ঈদেও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পূর্বের নকশার নতুন নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক।
ঈদ উপলক্ষে চকচকে নতুন নোটের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও চাহিদা বরাবরই বেশি থাকে। সেই বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
তিনি আরও জানান, “এই ঈদের আগে কেবল ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোটই বাজারে ছাড়া হবে। ঈদের পরে ৫, ১০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নতুন নোট ছাপার কাজ শুরু করা হবে।”
বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপে ঈদের বাজারে নতুন নোটের জোগান বাড়বে এবং মানুষের চাহিদা কিছুটা হলেও মেটানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।