চুয়াডাঙ্গার ঝোপে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, তদন্তে পুলিশ

- আপডেট সময় : ০১:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামের যমুনার মাঠ এলাকায় সেচখালের পাশে ঝোপঝাড়ের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সকালে কৃষকরা যমুনার মাঠে সেচখালের পাশে একটি তেঁতুল গাছের নিচে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, মরদেহটি পচে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি। মৃত ব্যক্তির পরনে ছিল একটি গেঞ্জি ও চেক লুঙ্গি। পাশে একটি গামছা ও গ্যাসলাইটও পাওয়া যায়। মরদেহের হাতের আঙুলসহ শরীরের কিছু অংশ অনুপস্থিত ছিল, যা মৃত্যুর পেছনে রহস্যজনক কোনো ঘটনা থাকার ইঙ্গিত দেয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।