ভূমি উন্নয়ন কর আদায়ে রেকর্ড অগ্রগতি: দৈনিক গড় আদায় ১২ কোটি টাকা

- আপডেট সময় : ১২:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
ভূমি উন্নয়ন কর আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ। সচিবালয়ে আগামী ২৫ থেকে ২৭ মে আয়োজিত ভূমি মেলা উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায় হচ্ছে।
ভূমি সচিব জানান, কর আদায়ে গতিশীলতা আনতেই ভূমি মেলার আয়োজন করা হয়েছে। আগে দুর্নীতি, অনিয়ম ও হয়রানির কারণে সাধারণ মানুষ অফিসে গিয়ে কর দিতে অনাগ্রহী ছিল। কিন্তু ভূমি সেবার ডিজিটালাইজেশনের ফলে এখন ঘরে বসেই কর পরিশোধ করা যাচ্ছে। এছাড়াও ভূমি সহায়তা কেন্দ্র থেকেও কর পরিশোধ করা যাচ্ছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ৫ কোটি ৭০ লাখ হোল্ডিং ডেটা ম্যানুয়াল পদ্ধতি থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। অনলাইনে প্রায় ১ কোটি ১০ লাখ দাখিলা প্রদান সম্পন্ন হয়েছে। সার্ভার সচল থাকলে প্রতিদিন ১০ থেকে ১২ কোটি টাকা পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায় সম্ভব।
এছাড়া ই-পর্চা সেবার মাধ্যমে প্রতিদিন সরকার কোষাগারে প্রায় ১৪ থেকে ১৮ লাখ টাকা জমা হচ্ছে। গত বছরের জুলাই থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত এ খাত থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৪৫ কোটি টাকা। পাশাপাশি নামজারি সিস্টেম থেকে আদায় হয়েছে ২৯০ কোটি ২২ লাখ টাকা।
প্রযুক্তিনির্ভর এই পরিবর্তন ভূমি সেবাকে সহজ, দ্রুত ও দুর্নীতিমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।