রাজধানীর কল্যাণপুরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যাক্তিখুন
- আপডেট সময় : ১১:৩৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
রাজধানীর কল্যাণপুরে পূর্ব শত্রুতার জেরে খুন হন বাবুল (৪৬) এক ব্যাক্তি। নিহত বাবুল ময়মনসিংহ জেলার বারতিপাড়া বোরতিচর এলাকার মৃত সাফর আলীর পুত্র। এ ঘটনায় নিহত বাবুলের স্ত্রী শামীমা আক্তার বাদী হয়ে ৬ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার বিবরনে জানা যায়, পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে আসামীগণের সঙ্গে বাবুল মিয়ার মনোমালিন্য সহ বিরোধ চলে আসছিল। ০২/১২/২০২৫ইং তারিখ রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় বাবুল (৪৬) ঢাকা হতে চট্টগ্রাম যাওয়ার নিমিত্তে কল্যানপুর বাসস্ট্যান্ড আসে। আসামীরা পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে বাবুলকে কল্যানপুর বাসস্ট্যান্ড বিআরটিসি সংলগ্ন আসামীদের রুটির দোকানের সামনে পেয়ে পরস্পর যোগসাজোস করে এলোপাতারী কিল-ঘুষি সহ রুটি তৈরি বেলুন দিয়ে মারপিট করে। আসামীদের এলোপাথারী মারপিটের আঘতে বাবুলের নাকমুখ দিয়ে রক্ত ঝড়ে।। পরবর্তীতে ঢাকা- চট্টগ্রামগামী শ্যামলী পরিবহন বাসস্ট্যান্ডে আসলে বাবুল তার জনৈক সহকর্মী মোঃ সুলতান এর সহযোগীতায় কোন মতে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে গাড়ীতে উঠে পড়ে। চট্টগ্রাম যাওয়ার সময় কয়েরকবার বমি করে। ০৩/১২/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২:০০ টায় চট্টগ্রাম পৌঁছালে শারীরিক অবস্থা অবনতি হলে, তার সহকর্মী সুলতান সিএনজি যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজে পৌঁছালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষান নিরীক্ষা করে বাবুলকে মৃত ঘোষনা করেন।
উক্ত মামলায় আসামীরা হলেন,১। মামুন (৪১) পিতা- মৃত হাতেম আলী, ২। আসমা বেগম (৩৬) স্বামী-মামুন শেখ, পিতা- কাঞ্চন মিয়া, ৩। শাহনাজ (৩৪) পিতা- কাঞ্চন মিয়া, ৪। হাসি বেগম (৩৮) পিতা-মৃত হাতেম আলী, ৫। সিদ্দিক (৪০) পিতা- অজ্ঞাত, ৬। বেবি বেগম (৩৬) পিতা- মৃত হাসেম আলী, সর্বসাং- বাসা নং- কে/

















