মহাদেবপুরে সেনাবাহিনীর পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

- আপডেট সময় : ১০:২০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনীর একটি বিশেষ দল।
গ্রেপ্তারকৃতদের রবিবার সকালে মহাদেবপুর থানায় সোপর্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে মোট ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা সদরের দুলালপাড়া গ্রামের মৃত গোপাল সরকারের ছেলে মানিক সরকার (৪৮), শিবরামপুর মধ্যপাড়া গ্রামের আজাদ সরদারের ছেলে রেজাউল করিম (৩২) এবং একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে সাহেব আলী (৫৫)।
সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দেশের অন্যান্য অঞ্চলের মতো মহাদেবপুরেও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। ‘জিরো টলারেন্স’ নীতির ভিত্তিতে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে সেনাবাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে সবাইকে আরও সচেতন হতে হবে। কেউ মাদক ব্যবসায় জড়িত বা সংশ্লিষ্ট থাকলে তার সম্পর্কে সঠিক তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন রেজা অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।