তুরাগে ট্রাকচাপায় মর্মান্তিক মৃত্যু: মা-ছেলের নিথর দেহে হাহাকার

- আপডেট সময় : ০২:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
রাজধানীর তুরাগ এলাকায় স্কুলগামী সন্তানকে পৌঁছে দিতে গিয়ে এক মায়ের সঙ্গে সড়কে প্রাণ হারাল তার পাঁচ বছরের ছেলে। বেপরোয়া ট্রাকচালকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তুরাগ থানাধীন কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেসমিন আক্তার (৩২) ও তার ছেলে তাহমিদ হাসান (৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, তাহমিদকে স্কুলবাসে তুলে দিতে বাইকে করে যাচ্ছিলেন জেসমিন। হঠাৎ পেছন থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের ধাক্কা দিয়ে পিষে দেয়। দুজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেন, ওই এলাকায় গত কয়েক মাস ধরে ট্রাক চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
নিহতদের স্বজনরা জানায়, তাহমিদ ছিল একমাত্র সন্তান। মা-ছেলের এমন মৃত্যুতে গোটা পরিবারে শোকের মাতম চলছে।