গোপালগঞ্জে নবম শ্রেণির ছাত্রী টুই কর্মকার ১৭ দিন ধরে নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার ও এলাকাবাসী

- আপডেট সময় : ০৪:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ শহরের থিয়েটার রোড এলাকার নবম শ্রেণির ছাত্রী টুই কর্মকার (১৫) গত ২৩ জুন ২০২৫ সকাল থেকে নিখোঁজ রয়েছেন। আজ ৯ জুলাই—দীর্ঘ ১৭ দিন পার হলেও তার কোনো খোঁজ মেলেনি। বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন পরিবার ও এলাকাবাসী।
জানা গেছে, ওই দিন সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে কোচিং-এ যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় টুই। কিন্তু এরপর আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব আত্মীয়স্বজন, বন্ধু ও পরিচিতদের কাছে খোঁজ নিয়েও পরিবার কোনো সন্ধান পায়নি।
নিখোঁজ টুই কর্মকার গোপালগঞ্জ শহরের যুগশিক্ষা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা তপব্রত কর্মকার তপু জানান, “টুই নিয়মিত কোচিংয়ে যেত। কিন্তু সেদিন আর ফিরে আসেনি। আমরা চারদিকে খোঁজ নিয়েছি, কিন্তু কোনো তথ্য পাইনি। এখন মেয়েকে ঘিরে শুধু অজানা আতঙ্ক আর দুশ্চিন্তা।”
নিখোঁজের সময় মেয়েটির পরনে ছিল কালো রঙের প্যান্ট ও কালো গেঞ্জি। তার গায়ের রঙ ফর্সা, মুখমণ্ডল লম্বাটে এবং চুল কালো, দৈর্ঘ্যে আনুমানিক ১৮ ইঞ্চি।
পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,
“মেয়েটির নিখোঁজ হওয়ার ঘটনার তদন্ত চলছে। সম্ভাব্য সব তথ্য যাচাই করা হচ্ছে। মেয়েটিকে উদ্ধারে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”
এদিকে ১৭ দিনেও মেয়েটির সন্ধান না মেলায় এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও টুইয়ের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়েছে।
👉 যদি কেউ মেয়েটির সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:
📞 ০১৯৩৪৩১৮১৪১
উল্লেখ্য, কিশোরী নিখোঁজের এমন ঘটনায় স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও আরও সক্রিয় অনুসন্ধান দাবি করেছেন।