সর্বশেষ
বিশ্ব মঞ্চে ব্রাহ্মণবাড়িয়ার ‘মানবপুতুল’ নৃত্য: ওসাকা এক্সপোতে যাচ্ছে ক্ষুদে শিল্পীরা পদ্মার ইলিশ কোথায় হারাল? স্বাদের রাজা এখন নাগালের বাইরে জোঁকের তেল: গোপন শক্তি না গোপন বিপদ? কী বলছে চিকিৎসা বিজ্ঞান? “বিয়ের জন্য আপনি প্রস্তুত তো? জেনে নিন চূড়ান্ত আত্মবিশ্লেষণের ৬টি দিক” আজ মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিএমপির ডাইভারশন নির্দেশনা—এড়িয়ে চলুন এই সড়কগুলো যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক ভিসায় নতুন শর্ত: আবেদনেই জমা দিতে হতে পারে ১৮ লাখ টাকার বন্ড টাঙ্গাইলে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক কাউন্সিলর ফজলে এলাহী গ্রেফতার বিয়ে ছিল ফাঁদ! ৮ স্বামীকে ফাঁসিয়ে কোটি টাকা হাতানো সামিরা নবম বিয়ের আগেই গ্রেপ্তার প্রেমের ফাঁদে চা, তারপর অজ্ঞান! পাত্রী গ্রেপ্তার, জব্দ হওয়া মোবাইল গেল বাংলাদেশে

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালো আন্তঃশিক্ষা বোর্ড

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য সম্ভাব্য কয়েকটি তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব হিসেবে পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। মন্ত্রণালয় থেকে অনুমোদন মিললেই নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফল তৈরির কাজ শেষ হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৩ জুলাই) এই তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, ১০ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। এখন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করছি। আজকের মধ্যেই মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাতে পারে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন ছাত্র এবং ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন ছাত্রী। দেশজুড়ে ২ হাজার ২৯১টি কেন্দ্রে মোট ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নেয়।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন ছাত্র এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। মাদ্রাসা বোর্ডে পরীক্ষাগুলো ৭২৫টি কেন্দ্র এবং ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালো আন্তঃশিক্ষা বোর্ড

আপডেট সময় : ০১:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য সম্ভাব্য কয়েকটি তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব হিসেবে পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। মন্ত্রণালয় থেকে অনুমোদন মিললেই নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফল তৈরির কাজ শেষ হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৩ জুলাই) এই তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, ১০ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। এখন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করছি। আজকের মধ্যেই মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাতে পারে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন ছাত্র এবং ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন ছাত্রী। দেশজুড়ে ২ হাজার ২৯১টি কেন্দ্রে মোট ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নেয়।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন ছাত্র এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। মাদ্রাসা বোর্ডে পরীক্ষাগুলো ৭২৫টি কেন্দ্র এবং ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।