পুরান ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী তানিম

- আপডেট সময় : ০৬:২২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
ঢাকার পুরান ঢাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তানিম নামে এক এসএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছেন। বুধবার (২ জুলাই) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোরশেদ আলম তানিম (১৮) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী গ্রামের ফিরোজ আলম আমিরের ছেলে। তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার বড়। এসএসসি পরীক্ষার্থী তানিম পুরান ঢাকার বংশালের নুর বক্স লেনে নানির বাসায় থেকে পড়াশোনা করত। বাবা-মা থাকেন নাজিমউদ্দিন রোডের সুক্কু মিয়ার গলিতে। সে আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
তানিমের বাবা ফিরোজ আলম জানান, সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে নাজিমউদ্দিন রোডের পুরাতন জেলখানার পাশে মাকুশাহ মাজার এলাকার রাস্তায় ছিনতাইকারীরা তার ছেলের ওপর হামলা চালায়। দুই দুর্বৃত্ত পেছন থেকে এসে ছুরি দেখিয়ে মানিব্যাগ ও মোবাইল নিতে চাইলে বাধা দেয় তানিম। এ সময় তার বন্ধুরা কয়েক হাত দূরে ছিল। বাধা দেওয়ার পরই ছিনতাইকারীরা তানিমের পেটে ছুরি মেরে পালিয়ে যায়।
পথচারীরা ও তার বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে ওইদিন তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু পরদিন মঙ্গলবার (১ জুলাই) বিকেলে হঠাৎ অবস্থার অবনতি হলে পুনরায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই বুধবার ভোরে তার মৃত্যু হয়।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মানিক উদ্দিন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্বজনরা দাবি করেছেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতেই তানিমের মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।