রাঙামাটিতে সিনিয়র ম্যাজিস্ট্রেটের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৬:০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
রাঙামাটি শহরের আলম ডক ইয়ার্ড এলাকায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী মুহাইমিনা ইসলাম (২৯)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় শহরের ৭ নম্বর ওয়ার্ডের একটি বহুতল ভবনের ষষ্ঠ তলায় ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিচারক রায়হান চৌধুরী তাঁর স্ত্রী, দুই সন্তান ও মাকে নিয়ে জনৈক রেজাউল করিমের মালিকানাধীন ওই ভবনে ভাড়া থাকতেন। হঠাৎ সন্ধ্যায় এলাকায় পুলিশের উপস্থিতি দেখে বিষয়টি জানাজানি হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, বিচারকের স্ত্রীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সেখানে গিয়ে দেখা যায়, মরদেহ মেঝেতে পড়ে আছে এবং সিলিং ফ্যানের সঙ্গে একটি ওড়না ঝুলে রয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ওসি সাহেদ উদ্দিন।