রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আসছে নতুন প্রকল্প, ব্যয় ৬৫০ কোটি টাকা ছাড়াবে

- আপডেট সময় : ০৭:৫৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নতুন একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের পানি সংকট ও অবকাঠামোগত সমস্যার টেকসই সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৫২ কোটি টাকা, যার বড় একটি অংশই আসবে অনুদান থেকে। পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) থেকে ২৩২ কোটি টাকা ঋণ নেওয়া হবে। ২০২৮ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।
মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পসহ মোট ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ৬ হাজার ৮৬৮ কোটি টাকা।
পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে জানানো হয়, রোহিঙ্গা জীবনমান উন্নয়ন প্রকল্পের ১৮টি খাতে ব্যয় হ্রাস করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে মানববর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, উখিয়ায় পানি সংরক্ষণাগারের উন্নয়ন, এবং টেকনাফ পৌরসভায় নিরাপদ পানির পাইপলাইন স্থাপন করা হবে।
এছাড়াও একনেক সভায় আলোচনায় এসেছে সাতটি বিভাগীয় শহরে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন, তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ প্রকল্প, এবং সার সংরক্ষণের জন্য গোডাউন নির্মাণের উদ্যোগ।