রাজধানীতে অস্থিতিশীলতার চেষ্টা: তিন দিনে ৯ বাসে আগুন, গ্রেফতার ৫৫২ — আশ্বস্ত ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ১২:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের ঘোষিত ১৩ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে রাজধানীতে ভীতি ও অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে এ নিয়ে উদ্বেগের কিছু নেই, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, নিষিদ্ধ দলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো এবং জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। গত তিন দিনে রাজধানীতে ১৭টি ককটেল বিস্ফোরণ, ৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ১৪টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ৫৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে এসেছে।
ডিএমপি কমিশনার জানান, হামলাগুলোতে হেলমেট ও মাস্ক পরা ব্যক্তিরা অংশ নিচ্ছে এবং কিছু ঘটনায় অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে। তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, “অপরিচিত কাউকে বাসায় আশ্রয় দেবেন না, নিজের যানবাহন অন্যকে ব্যবহারের আগে সতর্ক থাকুন। কোনো সন্দেহজনক চলাফেরা দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।”
তিনি আরও বলেন, “যেসব বাস অরক্ষিত বা কম যাত্রীবাহী অবস্থায় ছিল, সেগুলোকেই লক্ষ্য করে আগুন দেয়া হয়েছে। তাই যানবাহন নিরাপদ স্থানে রাখুন এবং জনগণ হিসেবে আমরা সবাই মিলে এসব নাশকতা প্রতিহত করব।”
ডিএমপি কমিশনার জানান, সোমবার এক ঘটনায় পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করা হয়, এতে একজন সার্জেন্ট আহত হয়েছেন। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “১৩ নভেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তা মোকাবিলা করবে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও মাঠে রয়েছেন।”
শেষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও মিথ্যা তথ্য প্রচারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “রাজধানীর মানুষ সচেতন থাকলেই নাশকতাকারীদের উদ্দেশ্য ব্যর্থ হবে।”



















