মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বরযাত্রা, কিশোরগঞ্জে সানজিদের ব্যতিক্রমী বিয়ে

- আপডেট সময় : ০৮:২৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
মায়ের বহুদিনের স্বপ্ন ছিল—তার ছেলের বিয়েতে যেন আকাশপথে বরযাত্রা হয়। সেই স্বপ্ন বাস্তব করতেই হেলিকপ্টার ভাড়া করে বিয়েতে গেলেন কিশোরগঞ্জের মাহমুদ হাসান সানজিদ। মাত্র ৫ কিলোমিটার দূরের যাত্রা হলেও মায়ের ইচ্ছাকে অগ্রাধিকার দিয়ে এই ব্যতিক্রমী আয়োজন করেন তিনি।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর। কিশোরগঞ্জ শহরের বয়লা এলাকার বাসিন্দা মরহুম আলহাজ্ব মাহতাব উদ্দিন ও মোছা. রেহেনা আক্তারের একমাত্র ছেলে সানজিদের বিয়ে ঠিক হয় একই শহরের গাইটাল এলাকার মো. জালাল উদ্দিন ও মোছা. লতিফা বেগমের একমাত্র মেয়ে লামিয়া সুলতানা তোরার সঙ্গে।
হঠাৎ হেলিকপ্টার, জনতার ভিড়
স্থানীয় আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকট শব্দে অবতরণ করে একটি হেলিকপ্টার। হেলিকপ্টারের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের শত শত মানুষ ছুটে আসেন মাঠে। কিছুক্ষণের মধ্যেই বর সানজিদ তার স্বজনদের নিয়ে গাড়িতে করে মাঠে পৌঁছান এবং সবাই মিলে হেলিকপ্টারে ওঠেন বরযাত্রায়।
মাত্র কয়েক মিনিটের যাত্রায় হেলিকপ্টারটি পৌঁছায় গাইটাল এলাকার সিটি কনভেনশন হলের ছাদে, যেখানে কনের বাড়ি অবস্থিত। আকাশপথে বরযাত্রার এমন দৃশ্য দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ও আনন্দ ছড়িয়ে পড়ে।
মায়ের স্বপ্নে সন্তানের শ্রদ্ধা
বর সানজিদ বলেন, “আমার বাবা বেঁচে নেই, কিন্তু মা সবসময় চাইতেন আমি যেন হেলিকপ্টারে করে বিয়ে করি। তার সেই স্বপ্নটাকে বাস্তব করে তুলতেই এই আয়োজন করেছি। এতে মায়ের হাসি দেখেই আমার আনন্দ কয়েকগুণ বেড়ে গেছে।”
কনে লামিয়া সুলতানা তোরাও এই বিশেষ আয়োজন নিয়ে বলেন, “আমি দারুণ খুশি। জীবনে এমন একটা মুহূর্ত পাবো, ভাবিনি। আমার বর হেলিকপ্টারে করে এসেছে— এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন।”
ভাড়া দেড় লাখ, স্মৃতি অমূল্য
হেলিকপ্টারটি ভাড়া করা হয় একটি বেসরকারি কোম্পানি থেকে। মাত্র তিন ঘণ্টার যাত্রার জন্য ভাড়া দিতে হয়েছে প্রায় দেড় লাখ টাকা। তবে পরিবারের সদস্যরা বলছেন, এই স্মৃতি অমূল্য, টাকার চেয়েও বড় সন্তানের ভালোবাসা।
শহরজুড়ে প্রশংসার ঝড়
এই ব্যতিক্রমী আয়োজন কিশোরগঞ্জ শহরে এখন আলোচনার শীর্ষে। মায়ের স্বপ্নপূরণে সন্তানের এমন গভীর ভালোবাসা ও শ্রদ্ধা অনেকের চোখে জল এনে দিয়েছে। অনেকেই এই ঘটনাকে ভালোবাসা ও দায়িত্ববোধের অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।