ভালোবাসি লিসা” লিখে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় রামেকে ভর্তি

- আপডেট সময় : ০৮:৪৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়,
প্রেমঘটিত কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিজ হলে চারতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার (২৫ জুন) রাত ১১টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদ থেকে লাফ দেন তিনি। এতে তার দুই পা ভেঙে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীর নাম সাদ আহমেদ। তিনি সিরাজগঞ্জ জেলার বাসিন্দা এবং রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র।
লাফ দেওয়ার আগে সাদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক আবেগঘন পোস্ট করেন। একটি স্ট্যাটাসে তিনি লেখেন,
“ভালোবাসি লিসা। লিসা তুমি জানতা তোমাকে আমি কত্তটা ভালোবাসি তবুও কেন এমন করলে? সব জায়গায় সেইম ইফোর্ট, সেইম ডায়ালগ — কীভাবে পারো লিসা? মানুষ এতটা সাইকো কীভাবে হয়? তোমাকে তো বলেইছিলাম, আমার সাথে চিট করলে বন্ধু ফিরোজের মতো আমারও মরা ছাড়া উপায় থাকবে না।”
অন্য একটি পোস্টে নিজের মাকে উদ্দেশ করে তিনি লেখেন,
“সরি আম্মু, পারলে মাফ করে দিও। তুমি আমার আম্মু ছিলা, তুমি আমার আব্বু ছিলা। আর আমার বাপ একটা জানোয়ার।”
আরও একটি পোস্টে তার ইচ্ছার কথা জানিয়ে বলেন, “আমার খুব ইচ্ছা আমার কবর হবে মসজিদের পাশে, যেখান থেকে আমি ইমামের তেলাওয়াত শুনতে পারবো। আর প্লিজ কেউ একটু আম্মুকে দেইখেন ফাইনানসিয়ালি।”
হলের প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ছাদে উঠে তিনি উচ্চস্বরে ‘আল্লাহু আকবার’ বলার পরপরই বিকট শব্দ শোনা যায়।
সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুল ইসলাম জানান,
“আমি বাইরে ছিলাম। খবর পেয়ে হলে গিয়ে দেখি তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সে ফার্স্ট ব্লকের চারতলা থেকে লাফ দিয়েছিল। প্রাথমিকভাবে জেনেছি তার একটি পা ভেঙে গেছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন,
“ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়েছি। বর্তমানে সে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীরা এ ঘটনায় মর্মাহত। তারা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে আরও সচেতনতা ও সহানুভূতিশীল সহায়তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।