সর্বশেষ
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ: ঝিনাইদহ সীমান্তে নারীসহ আটক ২ জন
প্রতিবাদী কণ্ঠ
- আপডেট সময় : ০২:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারীসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে মাটিলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে একজন হলেন হামজা হাসান (৩৫), যিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাগআচড়া সরকারপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫২/১৮-আর থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলেঘাট পোস্টের পূর্ব পাশ পর্যন্ত নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটক দুজনই বাংলাদেশি নাগরিক এবং তারা ভারত থেকে দেশে প্রবেশের সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

















