সর্বশেষ
বেনাপোলে পাচারের সময় ৯ তরুণী উদ্ধার, গ্রেপ্তার ২ দালাল

প্রতিবাদী কণ্ঠ
- আপডেট সময় : ০৮:৪৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
ভারতে পাচারের সময় ৯ তরুণীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার গভীর রাতে বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এদের উদ্ধার করা হয়।
বিজিবির ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান জানান, “তরুণীদের ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে এনে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করি এবং পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করি।”
উদ্ধার তরুণীদের বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের যশোর ওয়েলফেয়ার হোমে রাখা হয়েছে। পাচারকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।