পাহাড়ি পথ পেরিয়ে শিলাছড়া ঝর্ণা: সৌন্দর্য আর দু্র্গমতার অপূর্ব সংমিশ্রণ

- আপডেট সময় : ০৭:২৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় অবস্থিত শিলাছড়া ঝর্ণা হতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় ঝর্ণাগুলোর একটি। সারা বছর টানা পানি পড়া এই ঝর্ণাটি যেমন প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য, তেমনি সেখানে পৌঁছাতে হয় রীতিমতো রোমাঞ্চকর এক পাহাড়ি অভিযানে অংশ নিয়ে।
শিলাছড়া ঝর্ণায় পৌঁছাতে হলে খাগড়াছড়ি জেলা শহর থেকে লংগদু-দীঘিনালা সড়ক ধরে যেতে হবে দীঘিনালার দাঙ্গাবাজার পর্যন্ত। এই পথে স্থানীয় পরিবহণ বা নিজস্ব যানবাহন ব্যবহার করা যায়। এরপর শুরু হয় প্রকৃত ট্রেকিংয়ের আসল অংশ—দাঙ্গাবাজার থেকে প্রায় আট কিলোমিটার দীর্ঘ এক আঁকাবাঁকা পাহাড়ি ছড়ার পথ, যা পাড়ি দিতে সময় লাগে আনুমানিক দুই ঘণ্টা। পথিমধ্যে পড়বে শিলাছড়া প্রাথমিক বিদ্যালয়, তারপরেই দেখা মিলবে প্রকৃতির দেওয়া অপার সৌন্দর্য—শিলাছড়া ঝর্ণার।
দুর্গম এই এলাকায় শেষাংশের যাত্রা পায়ে হেঁটে ছাড়া সম্ভব নয়। যানবাহনের কোনো উপযোগিতা না থাকায়, ঝর্ণায় পৌঁছানোর জন্য ট্রেকিং-প্রেমীদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য। পুরো যাওয়া-আসার পথে পাড়ি দিতে হয় মোট ১৬ কিলোমিটার দূরত্ব—যার পুরোটাই পাহাড়ি ছড়ার অনিন্দ্যসুন্দর ট্রেইলে মোড়ানো।
ঝর্ণার আশেপাশে বিদ্যুৎবিহীন কিছু আদিবাসী পরিবার বসবাস করে। আধুনিক সুযোগ-সুবিধার অনুপস্থিতি এবং দূর্গমতা মিলিয়ে এটি এখনো একেবারেই ‘আনটাচড’ বা প্রকৃতির নিজস্ব রূপে থাকা একটি গন্তব্য। এসব কারণেই সকালে রওনা দিয়ে দিনে ফিরে আসাই পর্যটকদের জন্য সবচেয়ে যুক্তিযুক্ত ও নিরাপদ।
শিলাছড়া ঝর্ণা কেবল একটি প্রাকৃতিক ঝর্ণা নয়, এটি একটি অভিজ্ঞতা—পাহাড়, ছড়া আর জলের মিতালীতে গড়া এক বিস্ময়কর গন্তব্য। যারা প্রকৃতি ও রোমাঞ্চ ভালোবাসেন, তাদের জন্য শিলাছড়া ঝর্ণা হতে পারে স্মরণীয় এক অভিযান।