তিন বছর ধরে নিখোঁজ রুবেল, এক সন্তানকে ফিরে পেতে আজও অপেক্ষায় পরিবার

- আপডেট সময় : ০৪:২৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ২১ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের এক অসহায় পরিবার দীর্ঘ তিন বছর ধরে অপেক্ষা করছে তাদের হারিয়ে যাওয়া সন্তান মো. রুবেলের ফিরে আসার জন্য। কিন্তু এই দীর্ঘ সময়ে কোনো সন্ধান না পেয়ে আজও অশ্রুসিক্ত নয়নে আশার আলো ধরে রেখেছেন তার মা-বাবা।
নিখোঁজ মোঃ রুবেলের বয়স ২৯ বছর। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নম্বর চর রুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর রুহিতা গ্রামের জামাল উদ্দিন ব্যাপারী বাড়ির বাসিন্দা। পিতার নাম নূর চৌধুরী ও মাতার নাম মনোয়ারা বেগম।
পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন বছর আগে হঠাৎ করেই রুবেল নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। থানায় সাধারণ ডায়েরি করাসহ আত্মীয়স্বজন ও পরিচিত মহলে খোঁজ নেওয়া হলেও আজও তার খোঁজ মেলেনি।
রুবেলের মা মনোয়ারা বেগম বলেন,
“আমার ছেলে কোথায় আছে, কী অবস্থায় আছে—এই না জানা কষ্টটা বুকের ভেতরে পাথরের মতো জমে আছে। দিনরাত ওর কথা ভাবি। শুধু চাই, আমার ছেলেটা সুস্থভাবে ফিরে আসুক।”
মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’ এ ব্যাপারে সহমর্মিতা প্রকাশ করে রুবেলকে খুঁজে পেতে সমাজের সচেতন মানুষের সহযোগিতা কামনা করেছে।
যদি কেউ রুবেলকে দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করুন:
📞 ০১৬০৯-৭৭৯০৮৫
একটি পরিবার যেন তাদের হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পায়—এই মানবিক আহ্বানে আপনার একটি শেয়ার হতে পারে অমূল্য সহায়তা।
ছবিতে দেখানো ব্যক্তিটি নিখোঁজ রুবেল। চিনে থাকলে কিংবা কোথাও দেখে থাকলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ রইলো।