সর্বশেষ
ঢাকার ধোলাইপাড়ে বাসে আগুন, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের তৎপরতা
প্রতিবাদী কণ্ঠ
- আপডেট সময় : ০৪:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
রাজধানীর ধোলাইপাড় এলাকায় আরও একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে বাসটিতে হঠাৎ আগুন ধরে যায় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে বাসটির নাম বা কোন কোম্পানির বাস তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণও এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
ঘটনাস্থলে পুলিশও পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক সময়ের ধারাবাহিক অগ্নিসংযোগের অংশ হিসেবেই এ ঘটনার সূত্রপাত হতে পারে।


















