ছাগলনাইয়ায় সিএইচসিপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

- আপডেট সময় : ০৫:৪৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
ফেনীর ছাগলনাইয়ায় কমিউনিটি ক্লিনিকের একজন হেল্থ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) উপর হামলার প্রতিবাদে এবং দোষী ব্যাক্তির শাস্তির দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে ছাগলনাইয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে সিএইচসিপি এসোসিয়েশনের আয়োজনে এই মানববন্ধন করেন কমিউনিটি ক্লিনিকগুলোতে কর্মরত সিএইচসিপিবৃন্দ।
পরে উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমার নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।ছাগলনাইয়া সিএইচসিপি অ্যাসোসিয়েশন এর সভাপতি কাজী সুলতানুল আরেফিন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহ সভাপতি আনোয়ার উল্লাহ চৌধুরী, সেক্রেটারি খালেদা আক্তার প্রমূখ।এসময় ২৩ জন সিএইচসিপি উপস্থিত ছিলেন। গত রোববার বিকেলে দক্ষিণ সতর রাস্তার মাথা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দক্ষিণ সতর গ্রামের মাঝি বাড়ীর নুরুন নবীর পুত্র মজিবুল হক দক্ষিণ সতর কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি কামাল হোসেনের উপর হামলা করে।
এসময় এলোপাতাড়ি পিটিয়ে তাকে আহত করলে স্হানীয়রা কামাল হোসেনকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এব্যাপারে কামাল হোসেন বাদী হয়ে ঘটনারদিন রাতে মজিবুল হককে আসামী করে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেন।