চৌদ্দগ্রামে অবৈধ ড্রেজার দিয়ে পুকুর ভরাট, প্রশাসনের অভিযানে বন্ধ

- আপডেট সময় : ০৪:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভিতরচর এলাকায় বিনা অনুমতিতে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে পুকুর ভরাট ও আশপাশের জমির ক্ষতির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৫) এ অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযান পরিচালনায় সহায়তা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী কমল কান্ত সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি অনুমতি ছাড়াই একটি ড্রেজার মেশিন বসিয়ে প্রায় ৪০০ গজ লম্বা পাইপের মাধ্যমে নিজের বসতবাড়ির পুকুর ভরাট করছিলেন। এতে আশপাশের জমিগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছিল এবং ভাঙ্গনের ঝুঁকি তৈরি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অভিযুক্তকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে উপস্থিত স্থানীয়দের সহযোগিতায় অবৈধ ড্রেজার অপারেশন তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে,
“জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।”