সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদককারবারি নিহত

প্রতিবাদী কণ্ঠ
- আপডেট সময় : ০৮:১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদককারবারি নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. সালাম উদ্দিন (৩৫), তিনি স্থানীয়ভাবে ‘মাদক সম্রাট’ নামে পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে ৭টি মাদক মামলার অভিযোগ রয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটি মাদকবিরোধী অভিযানে যাই। সেখানে অস্ত্রধারীরা আমাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে সালাম উদ্দিন গুলিবিদ্ধ হয়।”
ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।