আশা শিক্ষা কর্মসূচিতে নোয়াখালীতে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৩৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
জীবনের কঠিন বাস্তবতা যেখানে সন্তানদের পড়ালেখা মাঝপথেই থেমে যায়, সেখানেই আশার মতো সংগঠনগুলো স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। হতদরিদ্র পরিবারের কোমলমতি শিশুদের হাতে বই তুলে দিতে, তাদের জীবনকে শিক্ষার আলোয় আলোকিত করতে এগিয়ে এসেছে ‘আশা’ শিক্ষা কর্মসূচি।
এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৭ মে) সকালে নোয়াখালী সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের চর কাউনিয়া আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক উষ্ণ, হৃদয়গ্রাহী মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী হাসান মাহমুদের সভাপতিত্বে এবং শিক্ষা সুপারভাইজার মো. দিদার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা নোয়াখালী জেলার এডুকেশন অফিসার আসাদ হোসাইন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. মজিবুল হক এবং বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য ইকবাল ফারুক।
বিশেষ অতিথির আবেগমাখা বক্তব্যে উঠে আসে এক গভীর প্রত্যয়—
“এই শিশুগুলোর মুখে যদি আবারও বইয়ের ঘ্রাণ লাগে, যদি তারা আবারও স্বপ্ন দেখতে শেখে—সেটাই আমাদের সার্থকতা। আমরা চাই, এই শিশুরা যেন দারিদ্র্য নয়, শিক্ষা দিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তোলে।”
তিনি জানান, আশা এরই মধ্যে সারাদেশে ১০৫০টি ব্রাঞ্চের মাধ্যমে প্রায় ৬ লক্ষ হতদরিদ্র শিক্ষার্থীকে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাসহায়তা দিয়ে যাচ্ছে।
অভিভাবকদের চোখে ছিল কৃতজ্ঞতা ও আশার দীপ্তি। কেউ বললেন,
“আমার ছেলে স্কুল ছেড়ে দিয়েছিল। আশার কারণে সে আবার বই হাতে নিয়েছে। আমরা চাই, এই আশাটা যেন আর নিভে না যায়।”
অনুষ্ঠানজুড়ে একটাই বার্তা—
“শিক্ষা হোক সবার অধিকার, অর্থ না হোক বাধা। আশা আছে, তাই আগামী আছে।”























