সর্বশেষ
বিশ্ব মঞ্চে ব্রাহ্মণবাড়িয়ার ‘মানবপুতুল’ নৃত্য: ওসাকা এক্সপোতে যাচ্ছে ক্ষুদে শিল্পীরা পদ্মার ইলিশ কোথায় হারাল? স্বাদের রাজা এখন নাগালের বাইরে জোঁকের তেল: গোপন শক্তি না গোপন বিপদ? কী বলছে চিকিৎসা বিজ্ঞান? “বিয়ের জন্য আপনি প্রস্তুত তো? জেনে নিন চূড়ান্ত আত্মবিশ্লেষণের ৬টি দিক” আজ মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিএমপির ডাইভারশন নির্দেশনা—এড়িয়ে চলুন এই সড়কগুলো যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক ভিসায় নতুন শর্ত: আবেদনেই জমা দিতে হতে পারে ১৮ লাখ টাকার বন্ড টাঙ্গাইলে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক কাউন্সিলর ফজলে এলাহী গ্রেফতার বিয়ে ছিল ফাঁদ! ৮ স্বামীকে ফাঁসিয়ে কোটি টাকা হাতানো সামিরা নবম বিয়ের আগেই গ্রেপ্তার প্রেমের ফাঁদে চা, তারপর অজ্ঞান! পাত্রী গ্রেপ্তার, জব্দ হওয়া মোবাইল গেল বাংলাদেশে

নওগাঁর পোরশায় ভাই-বোন খুনের ঘটনায় ঘাতক নুরুন্নবী আটক

প্রতিবাদী কন্ঠ
  • আপডেট সময় : ০৩:১২:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশায় চাঞ্চল্যকর একই বাড়িতে আপন দুই ভাই-বোনকে স্বর্ণালঙ্কারের লোভে হত্যা করে নুরুন্নবী (৩৫)। হত্যাকারী নুরুন্নবী উপজেলার বানমহন গ্রামের আইয়ুব আলীর ছেলে। সে পোরশা সদরের গবিরাকুড়ি কদুপনা পাড়ায় বিয়ে করে প্রায় একযুগ ধরে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিল। হত্যার পর সে প্রায় দেড় মাস ধরে পলাতক ছিল। গত সোমবার সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, উপজেলার পোরশা পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেন শাহের ছেলে নূর মোহাম্মদ (৫৫) ও রেজিয়া খাতুন (৫৮) আপন দুই ভাই-বোন একই বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। রেজিয়া খাতুন স্বামী পরিত্যাক্তা এবং তার কোন সন্তান না থাকায় তিনি নুরুন্নবীকে ছেলের মর্যাদা দিয়ে মা-ছেলেরসম্পর্ক তৈরি করেন। সেই থেকে রেজিয়াদের বাড়ি যাতায়াত ছিল তার। রেজিয়ার কাছে বেশকিছু স্বর্ণালঙ্কার দেখে লোভে পড়ে নুরুন্নবী। স্বর্ণগুলো পেতে গত ৭ এপ্রিল বাড়িতে প্রবেশ করে রেজিয়া খাতুন ও নুর মোহাম্মদকে হত্যা করে সে। হত্যার পর রেজিয়ার গলার হার ও কানের দুলসহ বেশকিছু স্বর্ণ নিয়ে পালিয়ে যায় নুরুন্নবী। এ ঘটনায় ওইদিন নিহতদের বড়ভাই ফজলে আহম্মাদ পোরশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, সোমবার সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বয়রাতৈল ইউনিয়নের বেটুয়া পশ্চিমপাড়ার জনৈক সুরুজ মিয়ার ফার্নিচারের দোকান থেকে নুরুন্নবীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা সোনা বিক্রির এক লাখ ৬০ হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুন্নবী খুনের কথা স্বীকার করেছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁর পোরশায় ভাই-বোন খুনের ঘটনায় ঘাতক নুরুন্নবী আটক

আপডেট সময় : ০৩:১২:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

নওগাঁর পোরশায় চাঞ্চল্যকর একই বাড়িতে আপন দুই ভাই-বোনকে স্বর্ণালঙ্কারের লোভে হত্যা করে নুরুন্নবী (৩৫)। হত্যাকারী নুরুন্নবী উপজেলার বানমহন গ্রামের আইয়ুব আলীর ছেলে। সে পোরশা সদরের গবিরাকুড়ি কদুপনা পাড়ায় বিয়ে করে প্রায় একযুগ ধরে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিল। হত্যার পর সে প্রায় দেড় মাস ধরে পলাতক ছিল। গত সোমবার সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, উপজেলার পোরশা পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেন শাহের ছেলে নূর মোহাম্মদ (৫৫) ও রেজিয়া খাতুন (৫৮) আপন দুই ভাই-বোন একই বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। রেজিয়া খাতুন স্বামী পরিত্যাক্তা এবং তার কোন সন্তান না থাকায় তিনি নুরুন্নবীকে ছেলের মর্যাদা দিয়ে মা-ছেলেরসম্পর্ক তৈরি করেন। সেই থেকে রেজিয়াদের বাড়ি যাতায়াত ছিল তার। রেজিয়ার কাছে বেশকিছু স্বর্ণালঙ্কার দেখে লোভে পড়ে নুরুন্নবী। স্বর্ণগুলো পেতে গত ৭ এপ্রিল বাড়িতে প্রবেশ করে রেজিয়া খাতুন ও নুর মোহাম্মদকে হত্যা করে সে। হত্যার পর রেজিয়ার গলার হার ও কানের দুলসহ বেশকিছু স্বর্ণ নিয়ে পালিয়ে যায় নুরুন্নবী। এ ঘটনায় ওইদিন নিহতদের বড়ভাই ফজলে আহম্মাদ পোরশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, সোমবার সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বয়রাতৈল ইউনিয়নের বেটুয়া পশ্চিমপাড়ার জনৈক সুরুজ মিয়ার ফার্নিচারের দোকান থেকে নুরুন্নবীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা সোনা বিক্রির এক লাখ ৬০ হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুন্নবী খুনের কথা স্বীকার করেছে বলেও তিনি জানান।