সর্বশেষ
শত্রুদের আবারও হুঁশিয়ার করলো ইরান, প্রস্তুত থাকার বার্তা পাকপৌরের

প্রতিবাদী কণ্ঠ
- আপডেট সময় : ০৮:৫৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক,
ইরানের শত্রুদের আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ জেনারেল মোহাম্মাদ পাকপৌর।
বুধবার (২৫ জুন) এক বিবৃতিতে তিনি বলেন,
“যেকোনো ধরনের ভুল বা আগ্রাসনের জবাবে তেহরান কঠোর ও সমুচিত প্রতিক্রিয়া জানাবে। আমাদের যোদ্ধারা সর্বদা প্রস্তুত।”
তিনি আরও বলেন,
“আমাদের প্রতিটি যোদ্ধা যেন ট্রিগারে আঙুল রেখেই অপেক্ষা করছে। শত্রুর যদি সামান্যতম ভুল হয়, তাহলে তারা আগের ১২ দিনের মতোই আমাদের কঠিন জবাব পাবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা এক মুহূর্তও দ্বিধা করি না।”
জেনারেল পাকপৌরের এই বক্তব্য এমন সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি একধরনের উত্তেজনাপূর্ণ শান্তির মধ্যে রয়েছে। ইরান আগে থেকেই বারবার বলে আসছে, তাদের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তার ফলাফল হবে ভয়াবহ।