ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে স্বর্ণের বাজারে ধস, কমেছে দামে

- আপডেট সময় : ০৮:৫১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক,
ইরান ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমে গেছে। মঙ্গলবার (২৪ জুন) স্পট গোল্ডের দাম ১.৫ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৩,০১৬ মার্কিন ডলারে, যা ৯ জুনের পর সর্বনিম্ন।
এর আগে দিনের এক পর্যায়ে স্বর্ণের দাম সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত নিম্নমুখী ছিল।
এছাড়া, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দামও কমেছে ১.৮ শতাংশ। নতুন দাম দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩,৩৩৩ ডলার।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সাময়িক শান্তি এবং ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমিত হওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে পরিচিত স্বর্ণ থেকে মুখ ফিরিয়ে ঝুঁকিপূর্ণ বাজারমুখী হচ্ছেন, যার প্রভাব সরাসরি পড়েছে স্বর্ণের দামে।
বাজার বিশ্লেষকরা আরও জানান, এই প্রবণতা স্বল্পমেয়াদী হলেও বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে, যা স্বর্ণের বাজারে অস্থিরতা বাড়াতে পারে।