ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছেন নেতানিয়াহু

- আপডেট সময় : ০৮:০০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ২২ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৪ জুন) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন এবং এই বিষয়ে আজকের মধ্যেই তিনি আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করবেন।
উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম “ট্রুথ সোশ্যাল”-এ এক পোস্টে জানান, ইরান ও ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও এখনও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর এই সম্মতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটতে পারে।