ইসরাইলে ছয় দফা মিসাইল হামলার পর ইরানের যুদ্ধবিরতির ঘোষণা

- আপডেট সময় : ০৭:৪০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
ট্রাম্পের আহ্বান: “দয়া করে কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না”
মধ্যপ্রাচ্যে টানটান উত্তেজনার মধ্যেই অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে ইরান ও ইসরাইলের পক্ষ থেকে। মঙ্গলবার ভোরে ইসরাইলে এক ঘণ্টায় ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরান যুদ্ধবিরতির ঘোষণা দেয়। পরে ইসরাইলের গণমাধ্যমও যুদ্ধবিরতির কার্যকারিতা নিশ্চিত করে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরাইলি ভূখণ্ডে একাধিক মিসাইল হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। একই তথ্য জানিয়েছে ইসরাইলের চ্যানেল ১২ এবং ওয়াইনেট নিউজ।
এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন Truth Social প্ল্যাটফর্মে লেখেন,
“যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে কেউ এটিকে লঙ্ঘন করবেন না!”
তবে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত বা কূটনৈতিক চুক্তির বিষয়টি নিশ্চিত করেনি।
পাল্টাপাল্টি হামলায় ব্যাপক প্রাণহানি
গত ১২ দিনে চলমান সংঘাতে ইরানে কয়েকশত এবং ইসরাইলে কয়েক ডজন প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মঙ্গলবার ভোরে ইরান থেকে ছোড়া মিসাইলের বেশিরভাগই ইসরাইল প্রতিহত করতে সক্ষম হলেও দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবায় একটি আবাসিক ভবনে সরাসরি আঘাত হানলে ৪ জন নিহত ও একাধিক আহত হয়।
অন্যদিকে, সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলও পাল্টা হামলায় তেহরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। রাজধানীর মাঝখানে আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।
চুক্তি নিয়ে ভিন্নমত ইরানের
যদিও ট্রাম্প যুদ্ধবিরতির বিষয়ে ঘোষণা দেন, তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক বিবৃতিতে জানান,
“এখনো যুদ্ধবিরতির কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে ইসরাইল যদি স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে হামলা বন্ধ করে, তাহলে ইরানও পাল্টা হামলা থেকে বিরত থাকবে।”
বিশ্লেষণ
বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধবিরতি একে অপরকে সাময়িক বার্তা দেওয়ার কৌশল হতে পারে। তবে পরিস্থিতি এখনো অত্যন্ত স্পর্শকাতর, এবং যে কোনো সময় পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।