সর্বশেষ
সিরিয়ার মার্কিন ঘাঁটিতে রহস্যজনক হামলা, নিরাপত্তা জোরদার
প্রতিবাদী কণ্ঠ
- আপডেট সময় : ০৫:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
সিরিয়ার পশ্চিম হাসাকা প্রদেশে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ।
সোমবার (২৩ জুন) ‘ওয়াকিবহাল সূত্রের’ বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হামলার পর ঘাঁটির প্রধান প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।
তবে এ হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইরান-সমর্থিত মিলিশিয়ারা ইরাক ও সিরিয়ার ভেতরে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলার পরিকল্পনা করছে।
এখন পর্যন্ত এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এসেছে কি না, তা স্পষ্ট নয়।























