সর্বশেষ
বিশ্ব মঞ্চে ব্রাহ্মণবাড়িয়ার ‘মানবপুতুল’ নৃত্য: ওসাকা এক্সপোতে যাচ্ছে ক্ষুদে শিল্পীরা পদ্মার ইলিশ কোথায় হারাল? স্বাদের রাজা এখন নাগালের বাইরে জোঁকের তেল: গোপন শক্তি না গোপন বিপদ? কী বলছে চিকিৎসা বিজ্ঞান? “বিয়ের জন্য আপনি প্রস্তুত তো? জেনে নিন চূড়ান্ত আত্মবিশ্লেষণের ৬টি দিক” আজ মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিএমপির ডাইভারশন নির্দেশনা—এড়িয়ে চলুন এই সড়কগুলো যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক ভিসায় নতুন শর্ত: আবেদনেই জমা দিতে হতে পারে ১৮ লাখ টাকার বন্ড টাঙ্গাইলে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক কাউন্সিলর ফজলে এলাহী গ্রেফতার বিয়ে ছিল ফাঁদ! ৮ স্বামীকে ফাঁসিয়ে কোটি টাকা হাতানো সামিরা নবম বিয়ের আগেই গ্রেপ্তার প্রেমের ফাঁদে চা, তারপর অজ্ঞান! পাত্রী গ্রেপ্তার, জব্দ হওয়া মোবাইল গেল বাংলাদেশে

চাঁদাবাজি রোধ ও নিরাপদ ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে চেকপোস্ট, নদীপথে র‌্যাব -পুলিশের টহল

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে সারাদেশে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে এবং চাঁদাবাজি প্রতিরোধে সক্রিয় হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে চেকপোস্ট বসিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পাশাপাশি নদীপথে বিশেষ করে শীতালক্ষ্যা নদীতে গরুবাহী ট্রলারের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল দেবে র‌্যাব ও পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বগার এলাকায় র‌্যাবের একটি চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে বাস, পশুবাহী ট্রাক এবং সিএনজিচালিত যানবাহন থামিয়ে চালানো হচ্ছে তল্লাশি। যাচাই করা হচ্ছে চালকদের কাগজপত্র। হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদেরও আইনের আওতায় আনা হচ্ছে।

র‌্যাব জানিয়েছে, আইন লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার দুপুর পর্যন্ত অন্তত ২০টি যানবাহন জব্দ করা হয়েছে। ঈদের আগমুখ ও ফিরতি যাত্রায় এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিন সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকেশ্বরী মিল মাঠে বসানো কোরবানির পশুর হাট পরিদর্শন করেন র‌্যাব-১১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “পশুবাহী ট্রলারগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে শীতালক্ষ্যা নদীতে পুলিশ ও র‌্যাব সদস্যদের সমন্বয়ে নিয়মিত টহল চালানো হবে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও জোর নজরদারি থাকবে।”

তিনি আরও জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কিছু ইজারাদার-সংঘবদ্ধ চক্র গরুবাহী ট্রলার থামিয়ে ব্যাপারীদের নির্দিষ্ট হাটে জোরপূর্বক নিয়ে যাচ্ছে এবং চাঁদা আদায় করছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকে কঠোর অবস্থানে রয়েছে।

র‌্যাব-১১ জানিয়েছে, ঈদ উপলক্ষে সাধারণ যাত্রী ও গরুর ব্যাপারীদের চলাচলে যাতে কোনো রকম ভোগান্তি না হয়, তা নিশ্চিত করতেই তারা সড়ক ও নৌপথে যৌথ অভিযান ও তৎপরতা অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁদাবাজি রোধ ও নিরাপদ ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে চেকপোস্ট, নদীপথে র‌্যাব -পুলিশের টহল

আপডেট সময় : ০৪:৫৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে সারাদেশে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে এবং চাঁদাবাজি প্রতিরোধে সক্রিয় হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে চেকপোস্ট বসিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পাশাপাশি নদীপথে বিশেষ করে শীতালক্ষ্যা নদীতে গরুবাহী ট্রলারের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল দেবে র‌্যাব ও পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বগার এলাকায় র‌্যাবের একটি চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে বাস, পশুবাহী ট্রাক এবং সিএনজিচালিত যানবাহন থামিয়ে চালানো হচ্ছে তল্লাশি। যাচাই করা হচ্ছে চালকদের কাগজপত্র। হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদেরও আইনের আওতায় আনা হচ্ছে।

র‌্যাব জানিয়েছে, আইন লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার দুপুর পর্যন্ত অন্তত ২০টি যানবাহন জব্দ করা হয়েছে। ঈদের আগমুখ ও ফিরতি যাত্রায় এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিন সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকেশ্বরী মিল মাঠে বসানো কোরবানির পশুর হাট পরিদর্শন করেন র‌্যাব-১১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “পশুবাহী ট্রলারগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে শীতালক্ষ্যা নদীতে পুলিশ ও র‌্যাব সদস্যদের সমন্বয়ে নিয়মিত টহল চালানো হবে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও জোর নজরদারি থাকবে।”

তিনি আরও জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কিছু ইজারাদার-সংঘবদ্ধ চক্র গরুবাহী ট্রলার থামিয়ে ব্যাপারীদের নির্দিষ্ট হাটে জোরপূর্বক নিয়ে যাচ্ছে এবং চাঁদা আদায় করছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকে কঠোর অবস্থানে রয়েছে।

র‌্যাব-১১ জানিয়েছে, ঈদ উপলক্ষে সাধারণ যাত্রী ও গরুর ব্যাপারীদের চলাচলে যাতে কোনো রকম ভোগান্তি না হয়, তা নিশ্চিত করতেই তারা সড়ক ও নৌপথে যৌথ অভিযান ও তৎপরতা অব্যাহত রাখবে।