ছয় জেলায় বন্যার আশঙ্কা, পানি বাড়ছে একাধিক নদ-নদীতে

- আপডেট সময় : ১১:৫৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
বাংলাদেশের ছয়টি জেলায় বন্যা পরিস্থিতির সম্ভাবনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বৃহস্পতিবার (২৯ মে) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের কয়েকটি নদ-নদীর পানি সমতল আগামী কয়েকদিনে বিপৎসীমা অতিক্রম করতে পারে, ফলে আশপাশের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে।
চট্টগ্রাম বিভাগে নদীর পানি বৃদ্ধি ও মুহুরী নদীতে বিপৎসীমা অতিক্রমের শঙ্কা
আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে ফেনী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে পরবর্তী একদিনে এসব নদীর পানি কিছুটা কমতে পারে।
সিলেট ও ময়মনসিংহ বিভাগেও নদীর পানি বৃদ্ধি ও বন্যার ঝুঁকি
সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী—এই ছয়টি নদীর পানি সিলেট ও ময়মনসিংহ বিভাগে আগামী তিনদিন ধরে বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে।
রংপুর অঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমারে পানি বাড়ছে
রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও আগামী তিনদিন বাড়বে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে তিস্তা নদী সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে।
উপকূলীয় এলাকায় উচ্চ জোয়ারের সম্ভাবনা
বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদ-নদীগুলোতে আগামী দুইদিন স্বাভাবিকের তুলনায় অধিক উচ্চতায় জোয়ার দেখা দিতে পারে। এতে নিম্নাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে।
সুরমা-কুশিয়ারা নদীর পানি সাময়িক কমে আবার বাড়তে পারে
এদিকে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বর্তমানে কমলেও আগামী তিনদিনে তা আবার বাড়তে পারে। তবে এখনো এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড দেশের সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।