সর্বশেষ
বিশ্ব মঞ্চে ব্রাহ্মণবাড়িয়ার ‘মানবপুতুল’ নৃত্য: ওসাকা এক্সপোতে যাচ্ছে ক্ষুদে শিল্পীরা পদ্মার ইলিশ কোথায় হারাল? স্বাদের রাজা এখন নাগালের বাইরে জোঁকের তেল: গোপন শক্তি না গোপন বিপদ? কী বলছে চিকিৎসা বিজ্ঞান? “বিয়ের জন্য আপনি প্রস্তুত তো? জেনে নিন চূড়ান্ত আত্মবিশ্লেষণের ৬টি দিক” আজ মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিএমপির ডাইভারশন নির্দেশনা—এড়িয়ে চলুন এই সড়কগুলো যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক ভিসায় নতুন শর্ত: আবেদনেই জমা দিতে হতে পারে ১৮ লাখ টাকার বন্ড টাঙ্গাইলে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক কাউন্সিলর ফজলে এলাহী গ্রেফতার বিয়ে ছিল ফাঁদ! ৮ স্বামীকে ফাঁসিয়ে কোটি টাকা হাতানো সামিরা নবম বিয়ের আগেই গ্রেপ্তার প্রেমের ফাঁদে চা, তারপর অজ্ঞান! পাত্রী গ্রেপ্তার, জব্দ হওয়া মোবাইল গেল বাংলাদেশে

সুনামগঞ্জে সেনা-বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১০:২৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ২২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ সদর উপজেলার রক্তি নদী দিয়ে পাচারের সময় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিশেষ যৌথ দল। শনিবার (১৯ জুলাই) বিকেলে রক্তি নদীর নিয়ামতপুর সেতু এলাকায় চালানো এই অভিযানে একটি ইঞ্জিনচালিত স্টিলের নৌকা ভর্তি বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

রোববার (২০ জুলাই) বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর শান্তিগঞ্জ ক্যাম্প ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের যৌথ দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ধানের চিটার বস্তার ভেতরে লুকানো অবস্থায় মোট ১২ হাজার ৩২৩ কেজি ভারতীয় ফুসকা, ৪২৫ পিস সিরামিক কাপ-পিরিচ, ৪৬৮টি কাচের গ্লাস, ২ লাখ ১০ হাজার জিলেট ব্লেড ও ৬০০ কেজি বাসমতি চাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের লে. তালহা জোবায়ের ও বিজিবির ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম। যদিও অভিযানকালে চোরাকারবারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি— যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা নৌকা ফেলে পালিয়ে যায়।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় এই সফল অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত সমস্ত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।” তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জে সেনা-বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ১০:২৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

সুনামগঞ্জ সদর উপজেলার রক্তি নদী দিয়ে পাচারের সময় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিশেষ যৌথ দল। শনিবার (১৯ জুলাই) বিকেলে রক্তি নদীর নিয়ামতপুর সেতু এলাকায় চালানো এই অভিযানে একটি ইঞ্জিনচালিত স্টিলের নৌকা ভর্তি বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

রোববার (২০ জুলাই) বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর শান্তিগঞ্জ ক্যাম্প ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের যৌথ দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ধানের চিটার বস্তার ভেতরে লুকানো অবস্থায় মোট ১২ হাজার ৩২৩ কেজি ভারতীয় ফুসকা, ৪২৫ পিস সিরামিক কাপ-পিরিচ, ৪৬৮টি কাচের গ্লাস, ২ লাখ ১০ হাজার জিলেট ব্লেড ও ৬০০ কেজি বাসমতি চাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের লে. তালহা জোবায়ের ও বিজিবির ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম। যদিও অভিযানকালে চোরাকারবারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি— যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা নৌকা ফেলে পালিয়ে যায়।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় এই সফল অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত সমস্ত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।” তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।