ফুচকা না পেয়ে প্রাণ দিলেন স্ত্রী: পটুয়াখালীতে স্বামীর প্রতি অভিমানে গলায় ফাঁস

- আপডেট সময় : ১০:২৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
পটুয়াখালীর মহিপুরে মাত্র একটি ফুচকা না পাওয়ার অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোসা. মারজিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূ। শনিবার (১৯ জুলাই) মহিপুর উপজেলার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত মারজিয়া পূর্ব আলীপুর গ্রামের আলম প্যাদার মেয়ে এবং দিয়ার আমখোলা গ্রামের জাহিদ প্যাদার স্ত্রী।
স্বামী জাহিদ প্যাদা গণমাধ্যমকে জানান, “শুক্রবার রাতে মারজিয়া আমাকে ফুচকা আনতে বলে। আমি মাছের গদিতে কাজ করি। কাজের চাপ থাকায় অনেক রাত হয়ে যায় বাসায় ফিরতে। মাছ নিয়ে ফিরলেও ফুচকা আনতে পারিনি। সে রাগ করে। পরে আমি মাছ কেটে ধুয়ে ফেলি। এরপর সে মোবাইল হাতে নেয়, এত রাতে মোবাইল না দেখতে বললে সে ক্ষুব্ধ হয়ে পাশের বারান্দায় গিয়ে ঘুমাতে যায়। আমিও ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে মারজিয়াকে পাশে না পেয়ে বারান্দায় খুঁজি। সেখানে দেখি সে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।”
খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।”
এদিকে এমন একটি তুচ্ছ বিষয়ে প্রাণহানির ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কের টানাপড়েন কিংবা মানসিক অবসাদ থেকে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। পরিবার ও সমাজে মনোযোগ, সহানুভূতি এবং মানসিক স্বাস্থ্যের যত্ন এখন আরও জরুরি হয়ে উঠেছে।