ভুল স্টেশনে নেমে বিপদের ফাঁদে, কুলাউড়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

- আপডেট সময় : ১০:১৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
সিলেট থেকে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রেনের ভুল স্টেশনে নেমে ভয়াবহ ঘটনার শিকার হয়েছে ১৭ বছর বয়সী এক কিশোরী। কুলাউড়ায় নামার পর এক ব্যক্তি তাকে সহায়তার কথা বলে গাড়িতে তোলে এবং পরে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, গত ৩০ জুন কিশোরী ও তার মা সিলেট থেকে মৌলভীবাজারের কমলগঞ্জে ফিরছিলেন। ট্রেনের ভিড়ে কিশোরী তার মাকে হারিয়ে ফেলে এবং ভুল করে কুলাউড়া স্টেশনে নেমে যায়। সেখানে আক্তার আলী (২৮) নামের এক প্রাইভেটকার চালক নিজেকে সহায়তাকারী হিসেবে পরিচয় দেয় এবং বাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে নেয়।
পরবর্তীতে সে কিশোরীকে সিলেট শহরের একটি হোটেলে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, সেখানে সে ভুয়া পরিচয়ে বিয়ের আশ্বাস দেয় এবং ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এরপর মোবাইল কেড়ে নিয়ে কিশোরীর এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের মতো করে ২০ হাজার টাকা দাবি করে।
পরিবার বিষয়টি কুলাউড়া রেলওয়ে থানায় জানালে পুলিশ অভিযান চালিয়ে ৭ জুলাই রাতে সিলেট নগরীর কদমতলী এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্ত আক্তার আলীকে গ্রেপ্তার করে।
থানার উপপরিদর্শক (এসআই) দীপক দেওয়ান বলেন, “আক্তার আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার দায় স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।”
জানা গেছে, আক্তার আলীর বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামে। সে একজন প্রাইভেটকার চালক এবং নিয়মিত কুলাউড়া রেলস্টেশন থেকে যাত্রী পরিবহন করত।