সৈয়দপুরে খালেদা জিয়ার ভাগ্নে তুহিনকে সংবর্ধনা

- আপডেট সময় : ০৪:১৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ২১ বার পড়া হয়েছে
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুরে সৈয়দপুর শহরের উপজেলা পরিষদ সড়কের সিএসডি মোড়ে জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দর এসে চার দিনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে নীলফামারী যাওয়ার পথে সৈয়দপুর উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ফ্যাসিস্ট আওয়ামী লীগ আগামী ২০৪২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল। তারা বলেছিল, এই সময়ে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের নাকি কোন অস্তিত্ব থাকবে না। অথচ গেল বছরের ৫ আগস্ট গণভবনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্য দুপুরের ভাত রান্না হয়েছিল, কিন্তু সেই রান্না করা ভাতও খেতে পারেননি তিনি। কথা আছে, “আল্লাহ’র মাইর দুনিয়ার বাইর”। আওয়ামী লীগের কি পরিণতি আজ। তারা নিজেরাই অস্তিত্ববিহীন হয়ে পড়েছে। ছাত্র জনতার ভয়ে সে সময় তাঁকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এদেশের মানুষ, তরুণ যুব সমাজ তাদের বিতাড়িত করেছে।
এতে সভাপতিত্ব করেন, বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার। সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী। বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম জনি, কাজী একরামুল হক, দেলোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, শামসুল আলম, হাফিজ খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, এম এ পারভেজ লিটন, ছাত্রদল নেতা হোসাইন মোহাম্মদ আরমান, মোমিনুল ইসলাম রাব্বি, যুবদল নেতা তারিক আজিজ, রেজওয়ান আকতার পাপ্পু, মহিলা দল নেত্রী রওনক জাহান রেনু, রুপা, স্বেচ্ছাসেবক দল নেতা ফরহাদ হোসেন, শফিকুল ইসলাম বাবু, কৃষক দল নেতা আলফ্রেড টিটু চৌধুরীসহ, তাঁতীদল, মৎস্যজীবী দল, জিয়া মঞ্চ, শ্রমিক দল, জাসাসের নেতৃবৃন্দ।
তুহিন আরো বলেন, আজকের এ বিজয় বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল তথা দেশের তরুণ সমাজের ফসল। আপোসহীন নেত্রী, বিএনপিকে ধরে রাখার নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ তাকে কত সম্মান দিয়েছেন। আর ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় হয়েছে, অসম্মানিত হয়েছে। সৎ পথে থাকলে, দেশের জন্য ও মানুষের জন্য ভাল কাজ করলে,আপনাদের ওপর যতই অত্যাচার নির্যাতন হোক,আপনারা বেঁচে থাকবেন। কারণ আমরা সর্বশক্তিমান আল্লাহ ওপর বিশ্বাস করি ও তাঁর আদেশ মেনে চলি। তিনি বলেন, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট, মাফিয়া, জুলুমবাজ ও নির্যাতনকারী পৃথিবীর বুকে আর দ্বিতীয় এমন নির্যাতনকারী নারী আছে বলে আমার জানা নেই।