সেনাবাহিনীর হস্তক্ষেপে ঘুষের টাকা ফেরত পেলেন বাউফলের জেলেরা

- আপডেট সময় : ০২:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়ন পরিষদে জেলেদের জন্য বরাদ্দকৃত ৮০ কেজি চালের কার্ড বিতরণের সময় ঘুষ গ্রহণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জেলেদের ঘুষের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
ঘটনার প্রেক্ষাপটে যমুনা নিউজ-এ গত ২৮ জুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের একটি কক্ষে জেলেদের লাইন ধরে দাঁড় করিয়ে চালের কার্ড দেওয়ার নামে জনপ্রতি ২০০ টাকা করে ঘুষ আদায় করা হচ্ছিল। এ টাকা আদায়ের কাজে যুক্ত ছিলেন ইউনিয়ন পরিষদের অস্থায়ী কম্পিউটার অপারেটর ও উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন। সংবাদে ঘটনার চিত্রসহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। তবে তখন বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
সংবাদটি বাংলাদেশ সেনাবাহিনীর নজরে আসলে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাউফলে অস্থায়ী সেনা ক্যাম্পের পক্ষ থেকে সোমবার (৩০ জুন) দুপুর ২টার পর ধুলিয়া ইউনিয়নের ১ হাজার নিবন্ধিত জেলেকে তাদের কাছ থেকে আদায় করা ঘুষের টাকা ফেরত দেওয়া হবে।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল-১) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর উপস্থিতিতে টাকা ফেরতের প্রক্রিয়া সম্পন্ন হবে।