সীমান্তে পুশইন বেড়েছে, ভারতকে প্রোপার চ্যানেলে ফেরতের আহ্বান: স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় : ০৬:৩৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আজ মঙ্গলবার সকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সীমান্তে পুশইনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি।”
ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা প্রকৃত বাংলাদেশি নাগরিক, তাদের অবশ্যই প্রোপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানো উচিত। আমরা অন্য দেশের অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠাই, ভারতের কাছ থেকেও আমরা একই ধরনের আচরণ আশা করি। আমরা স্পষ্টভাবে বলেছি—যদি কেউ আমাদের দেশের নাগরিক হয়, আমরা অবশ্যই গ্রহণ করবো।”
ভারতের সঙ্গে এ নিয়ে কোনও বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আমাদের পর্যায়ে আলোচনা হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও যোগাযোগে রয়েছে।”
সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি আশ্বস্ত করেন, “সীমান্তে কোনও ধরনের নিরাপত্তার ঘাটতি নেই। আমাদের জনগণ নিরাপদ রয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে। বর্ডারে কোনও অশান্তি হবে না।