সাম্প্রতিক উত্তেজনায় মেট্রোরেলে সর্বোচ্চ সতর্কতা: অনির্দিষ্টকালের জন্য সব ছুটি বাতিল
- আপডেট সময় : ১০:৩২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
রাজধানীর চলমান অস্থিরতা ও নিরাপত্তাজনিত বিবেচনায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে। একই সঙ্গে মেট্রোরেল পরিচালনা ও নির্মাণ কার্যক্রমের সর্বস্তরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, “মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, স্টেশন, ডিএমটিসিএলের অধীন প্রকল্প ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো।” সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের দ্রুত এ নির্দেশ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, ছুটি বাতিল সম্পর্কিত দুটি আলাদা চিঠি ইস্যু করা হয়েছে। একটিতে বিশেষ নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে, অন্যটিতে সংস্থার সব পর্যায়ের কর্মীদের ছুটি স্থগিত করা হয়েছে।
তারা আরও বলেন, “মেট্রোরেলের সব অবকাঠামো এখন জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে অন্তর্ভুক্ত। সাম্প্রতিক আন্দোলন, কর্মসূচি ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
রাজধানীর বিভিন্ন স্থানে সম্প্রতি আন্দোলন, মিছিল ও সংঘাতের ঘটনায় সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। মেট্রোরেলকে ঘিরে এই বিশেষ পদক্ষেপও তারই অংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


















