সর্বশেষ
বিশ্ব মঞ্চে ব্রাহ্মণবাড়িয়ার ‘মানবপুতুল’ নৃত্য: ওসাকা এক্সপোতে যাচ্ছে ক্ষুদে শিল্পীরা পদ্মার ইলিশ কোথায় হারাল? স্বাদের রাজা এখন নাগালের বাইরে জোঁকের তেল: গোপন শক্তি না গোপন বিপদ? কী বলছে চিকিৎসা বিজ্ঞান? “বিয়ের জন্য আপনি প্রস্তুত তো? জেনে নিন চূড়ান্ত আত্মবিশ্লেষণের ৬টি দিক” আজ মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিএমপির ডাইভারশন নির্দেশনা—এড়িয়ে চলুন এই সড়কগুলো যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক ভিসায় নতুন শর্ত: আবেদনেই জমা দিতে হতে পারে ১৮ লাখ টাকার বন্ড টাঙ্গাইলে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক কাউন্সিলর ফজলে এলাহী গ্রেফতার বিয়ে ছিল ফাঁদ! ৮ স্বামীকে ফাঁসিয়ে কোটি টাকা হাতানো সামিরা নবম বিয়ের আগেই গ্রেপ্তার প্রেমের ফাঁদে চা, তারপর অজ্ঞান! পাত্রী গ্রেপ্তার, জব্দ হওয়া মোবাইল গেল বাংলাদেশে

সাগরে নিম্নচাপ: রাজধানীসহ দেশজুড়ে দিনভর বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৬:৫২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ২১ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ও ভারী বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই বৃষ্টিপাত সারাদিন ধরেই চলতে পারে। এতে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সকাল ৭টা থেকেই রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টিপাত। এই আবহাওয়ার পেছনে রয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ, যা ইতোমধ্যেই দেশের আবহাওয়ায় প্রভাব ফেলছে।

এর আগেই আবহাওয়া অফিস গতকাল দেশের ছয়টি বিভাগে (ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল। আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিপাতের ফলে বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের মতো মহানগরীতে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

অন্যদিকে, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় অতিভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে।

সমুদ্রগামীদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসাথে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে আজ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্য অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উল্লেখ্য, মে মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ বইছিল। মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া বিচ্ছিন্ন বৃষ্টিপাত শেষ সপ্তাহে বাড়তে থাকে। এরই মধ্যে সাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে রূপ নিলেও তা থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাগরে নিম্নচাপ: রাজধানীসহ দেশজুড়ে দিনভর বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি

আপডেট সময় : ০৬:৫২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ও ভারী বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই বৃষ্টিপাত সারাদিন ধরেই চলতে পারে। এতে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সকাল ৭টা থেকেই রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টিপাত। এই আবহাওয়ার পেছনে রয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ, যা ইতোমধ্যেই দেশের আবহাওয়ায় প্রভাব ফেলছে।

এর আগেই আবহাওয়া অফিস গতকাল দেশের ছয়টি বিভাগে (ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল। আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিপাতের ফলে বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের মতো মহানগরীতে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

অন্যদিকে, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় অতিভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে।

সমুদ্রগামীদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসাথে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে আজ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্য অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উল্লেখ্য, মে মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ বইছিল। মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া বিচ্ছিন্ন বৃষ্টিপাত শেষ সপ্তাহে বাড়তে থাকে। এরই মধ্যে সাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে রূপ নিলেও তা থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদেরা।