সাগরে নিম্নচাপ: রাজধানীসহ দেশজুড়ে দিনভর বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি

- আপডেট সময় : ০৬:৫২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ২১ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ও ভারী বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই বৃষ্টিপাত সারাদিন ধরেই চলতে পারে। এতে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সকাল ৭টা থেকেই রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টিপাত। এই আবহাওয়ার পেছনে রয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ, যা ইতোমধ্যেই দেশের আবহাওয়ায় প্রভাব ফেলছে।
এর আগেই আবহাওয়া অফিস গতকাল দেশের ছয়টি বিভাগে (ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল। আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিপাতের ফলে বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের মতো মহানগরীতে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
অন্যদিকে, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় অতিভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে।
সমুদ্রগামীদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসাথে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে আজ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্য অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উল্লেখ্য, মে মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ বইছিল। মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া বিচ্ছিন্ন বৃষ্টিপাত শেষ সপ্তাহে বাড়তে থাকে। এরই মধ্যে সাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে রূপ নিলেও তা থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদেরা।