শীতলক্ষ্যায় ফুটবল তুলতে গিয়ে পানিতে তলিয়ে গেল কিশোর, ডুবুরি দলে উদ্ধার মিলল মরদেহ

- আপডেট সময় : ০৮:৩৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ২০ বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে আপন হাসান (১৩) নামের এক কিশোরের। দীর্ঘ খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
শনিবার (৫ জুলাই) দুপুরে কালীগঞ্জ উপজেলার শাহ সিমেন্ট ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
নিহত আপন হাসান কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে খেলা শেষে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায় আপন। গোসলের একপর্যায়ে ফুটবলটি পানিতে পড়ে গেলে তা তুলতে গিয়ে স্রোতের টানে গভীরে তলিয়ে যায় সে।
সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত বাড়িতে খবর দিলে এলাকাবাসী উদ্ধার চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে জানানো হলে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দল বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালিয়ে আপন হাসানের মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ২টার দিকে নিখোঁজের খবর পাওয়ার পর স্থানীয় স্টেশনে ডুবুরি না থাকায় দ্রুত টঙ্গী ফায়ার স্টেশনে যোগাযোগ করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ছোট্ট আপন হাসানের অকাল মৃত্যুতে তার পরিবার, বন্ধুবান্ধব ও স্থানীয়রা শোকাহত।