লোনের প্রলোভনে অর্থ আত্মসাৎ ও ধর্ষণ, ধামরাইয়ে গ্রেপ্তার ১

- আপডেট সময় : ০৩:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভনে এক নারীকে অর্থ আত্মসাৎ ও ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীর করা মামলায় অভিযুক্ত দুইজনের মধ্যে একজনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মুরাদ হোসেন কালা (৩৮), ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের শাসন কাশিমনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে। মামলার অপর আসামি ফারুক হোসেন (৪৪) এখনো পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গরুর খামার স্থাপনের জন্য ৩০ লাখ টাকা ব্যাংক লোন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ভুক্তভোগী নারীর কাছ থেকে প্রথমে তিন লাখ টাকা আদায় করে অভিযুক্তরা। এরপর গত ১০ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে মুরাদ হোসেন ওই নারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার ফারুক হোসেনের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে একটি কক্ষে আটকে রেখে তিনি তাকে মারধর ও জোরপূর্বক ধর্ষণ করেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ, পরবর্তীতে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ফারুক হোসেনও একাধিকবার তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ গত ২৪ জুন দুপুর আড়াইটার দিকে ঢাকার পাঠানটোলা এলাকায় ফারুক হোসেনের বাসায় একা পেয়ে আবারও তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “মামলার এজাহারভুক্ত আসামি মুরাদ হোসেন ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ জুলাই) রাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”