সর্বশেষ
রাজধানীর খিলগাঁওয়ে ছিনতাইকারী ধরা পড়েছে জনতার হাতে

প্রতিবাদী কণ্ঠ
- আপডেট সময় : ০৮:৪৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকায় একজন ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে পালানোর সময় ধরা পড়েছে এক যুবক। সোমবার রাতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান, তিনি বাজার থেকে ফেরার পথে হঠাৎ এক যুবক তার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ছিল মোবাইল, নগদ ১৫ হাজার টাকা ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র।
তৎক্ষণাৎ তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে ছিনতাইকারীকে ধরে ফেলে। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
খিলগাঁও থানার ওসি জানান, “ছিনতাইকারীর নাম সোহেল (২৫), তার বিরুদ্ধে আরও দুটি মামলার তথ্য পাওয়া গেছে।”